বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাএনজিওচন্দ্রঘোনায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

চন্দ্রঘোনায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

“ঐকবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে রাঙামাটি কাপ্তাই উপজেলা চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের আয়োজনে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে।

রবিবার সকালে এই উপলক্ষে চন্দ্রঘোনা কুষ্ঠ চিকিৎসা কেন্দ্র চত্বরে  সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল এর ক্লিনিক্যাল চীফ ও  কুষ্ঠ বিশেষজ্ঞ ডাঃ বিলিয়ম সাংমা।
এসময় চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার শিমসন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাব সাধারন সম্পাদক ঝুলন দত্ত, এবিসিএস এর কাউন্সিলর পাকরোজ পাংখোয়া, সহ সভাপতি নতুন বিকাশ চাকমা, প্রাক্তন কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের কর্মকর্তা সুন্দর সিং চাকমা।

আলোচনা সভায় বক্তারা বলেন, কুষ্ঠ প্রাচীনতম একটি রোগ। কুষ্ঠ সম্পূর্ণ নিরাময়যোগ্য। প্রাথমিক পর্যায়েই নিয়মিত এর চিকিৎসা নিলে সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব। এটা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। সরকারের পাশাপাশি সকলকে এ ব্যাপারে জোরালো ভূমিকা রাখতে হবে। এছাড়া ১৯১৩ সালের প্রতিষ্ঠিত এই প্রাচীনতম চন্দ্রঘোনা কুষ্ট কেন্দ্র বর্তমানে বিভিন্ন প্রতিকুলতা কাটিয়ে ও কুষ্ঠ রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছে। তাই প্রতিষ্ঠানটির সহযোগীতার জন্য বিত্তবান সহ সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

উক্ত অনুষ্ঠানে চন্দ্রঘোনা কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের রোগী, রোগীদের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments