বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাঅর্থনীতিবিলাইছড়ি ইয়ুথদের সাথে সুইজারল্যান্ড দূতাবাস প্রতিনিধির উঠান সভা

বিলাইছড়ি ইয়ুথদের সাথে সুইজারল্যান্ড দূতাবাস প্রতিনিধির উঠান সভা

রাঙামাটির বিলাইছড়িতে “আস্থা” প্রকল্পের উপজেলায় পর্যায়ে ইয়ুথগ্রুপে’র সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইন ও উঠান বৈঠক পরিদর্শন করলেন ডেপুটি হেড এম্বেসি কো- অপারেশন সুইজারল্যান্ড – বাংলাদেশ দুতাবাসের কোরিন আলেকজান্দ্রা থেবোজ।

বুধবার সকালে ধূপ্যাচরে ক্যাম্পেইন ও কেরনছড়িতে নারী দলের সঙ্গে উঠান বেঠকে অংশগ্রহণ করেন এবং তাদের সুবিধা-অসুবিধার কথা জানেন।

বেসরকারি  উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট -এর বাস্তবায়নে, বিলাইছড়ি ইয়ুথগ্রুপে’র আয়োজনে – ধূপ্যাচর গ্রামে ক্যাম্পেইন ও সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিভিক প্লাটফর্মের জেলা সদস্য সাংবাদিক সুজন কুমার তঞ্চঙ্গ্যা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে -এ গ্রুপে উপস্থিত ছিলেন রুপান্তর এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, এসইউএস নির্বাহী পরিচালক শোপাউন কুমার পল,ডেমোক্রেসিওয়াচ নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ কিরন,আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, রুপান্তর এর মনিটরিং এন্ড নলেজ ম্যানেজম্যান কো- অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান (রাসেল)এবং ম্যাজিস্ট্রেট রুবাইয়া।

বি গ্রুপে উপস্থিত ছিলেন গভর্ন্যান্স এন্ড হিউম্যান রাইটস্ এর প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা, ডেমোক্রেসিওয়াচ নির্বাহী পরিচালক সানজিদা লিপি, টি ইউএস নির্বাহী পরিচালক রিপন চাকমা, গ্রাউস সংস্থা’র উন্নয়ন উপদেষ্টা অংচানো মার্মা,আস্থা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রাবেয়া বসরী।

সভার শুরুতেই সাংবাদিক হিমেল চাকমা চীনে নারী পাচার নিয়ে বিস্তারিত তুলে ধরেন এবং সকলকে সচেতন ও পাচার রোধে একযুগে কাজ করার আহবান জানান।

সভা সঞ্চালনা করেন ইয়ুথ গ্রুপের আহবায়ক থুইপ্রু মারমা।

গত ১৮ ফেব্রুয়ারি ২০২৪ জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের একটি নাগরিক প্লাটফর্ম গঠন করা হলে ৩ মাস পরপর উপজেলা পর্যায়ে যুবাদের নিয়ে সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত:- সুইস এম্বেসি বাংলাদেশ -এর অর্থায়নে আস্থা প্রকল্পটি বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট – এর রাঙ্গামাটি জেলার ১০ টি উপজেলা বাস্তবায় করছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments