বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫
মূলপাতাকৃষিবাঘাইছড়িতে কৃষক ফিল্ড স্কুল কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত

বাঘাইছড়িতে কৃষক ফিল্ড স্কুল কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত

রাঙামাটির বাঘাইছড়িতে কৃষি বিভাগের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেরনশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প এর আওতায় কৃষকদের জন্য পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার পার্টনার মাঠ স্কুলের কৃষক-কৃষাণী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ এবং সরকারি কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন৷

রাঙামাটি  জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক জনাব মো: নাসিম হায়দার, ডিএই, পার্বত্য অঞ্চল ।

বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলার উপজেলা উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। বিশেষ অতিথিদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, বাংলাদেশ জামায়েতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা আমীর মাওলানা কবির আহমদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.আসাদুজ্জামান। , ফোকাল পার্সন হিসাবে ছিলেন মোহাম্মদ রিয়াজুদ্দিন, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রকল্প।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকতা সাক্য চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তাগণ প্রকল্পের পটভূমি, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনার পাশাপাশি আধুনিক টেকসই  প্রযুক্তি বিস্তার, উচ্চমূল্য ফসলের আবাদের মাধ্যমে খোরপোস কৃষিকে বানিজ্যিক ও লাভজনক কৃষিতে রূপান্তরের পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন।
পিএফএস পরিচালনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কৃষক তথ্য সেবা কেন্দ্র স্থাপন করে কৃষকদের সেবা প্রাপ্তি ও উৎপাদক দল তৈরির বিষয়ে আলোচনা করা হয়। পিএফএস সদস্য, ননপিএফএস সদস্যদের অভিজ্ঞতা বিনিময় এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পার্টনার কংগ্রেসটি সফলভাবে সমাপ্ত হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments