গণসংযোগ অধিদপ্তরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে এবং ৪র্থ শিল্প বিপ্লব ও এসডিজি বিষয়ক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার (২৫ মে) সাড়ে ১২ টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় কাপ্তাই তথ্য অফিসের লোক সঙ্গীত দলের সদস্য বাউল শিল্পী বসুদেব মল্লিক এবং তাঁর দলের সদস্য প্রিয়তোষ মল্লিক ও শুভ কুমার মল্লিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মান এবং শিক্ষামূলক বিষয় ভিত্তিক সঙ্গীত পরিবেশন করেন। তুমুল করতালিতে উপস্থিত দুই শতাধিক শিক্ষার্থী এই সঙ্গীতানুষ্ঠান উপভোগ করেন।
এর আগে স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া এই সঙ্গীতানুষ্ঠানের উদ্বোধন করেন। কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক হুমায়ুন কবীর এবং কাপ্তাই তথ্য অফিসের অফিস সহকারী শফিউল আজিম।