বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাঅপরাধরাঙামাটি শহরে দাদু কর্তৃক ৩ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার

রাঙামাটি শহরে দাদু কর্তৃক ৩ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার

রাঙামাটি পৌর শহরের ভেদভেদির মোনতলা গ্রামে দাদু কর্তৃক ৩ বছরের এক শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। গত সোমবার সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুকে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শওকত আকবর খান যৌন হয়রানী হয়ে শিশু হাসপাতালে ভর্তির কথা স্বীকার করে বলেন, শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় অভিযুক্ত সুভাষ কুমার চাকমা (৬০) ওরফে জাগুলুক্কে  পলাতক রয়েছে। ভুক্তভোগী শিশুর মা বলেন গত রবিবার রাতে শিশুটি তার দাদু এবং দাদির সাথে ঘুমিয়ে ছিল।

পরদিন সোমবার সকালে তার দাদি আমার মেয়ে শিশু এবং শিশুর দাদুকে বিছানায় রেখে কাজে বের হয়। সকাল ৭ টার দিকে মেয়েটি চিৎকার করে কান্না করতে থাকে। মেয়ের কান্না শব্দ শুনে আমি দেখতে গেলে মেয়ে বিচানা থেকে উঠে আসে। আমাকে বলে তার দাদু তার যৌনাঙ্গে আঙুল দিয়েছে। আমি এর প্রতিবাদ করলে আমার শ্বাশুর আমার সাথেও খারাপ মন্তব্য করে। এক পর্যায়ে আমাদের হাতাহাতির মত অবস্থা হয়। আমার স্বামী আসায় এটি হয়নি।

পরে দুপুরে মেয়ে প্রস্রাব করার পর জ্বালাপোড়ার কারণে কান্না করতে থাকে। শরীরে জ্বর আসে। এটি না কমায়  গতকাল (সোমবার) রাত সাড়ে ১০ টার দিকে হাসপাতালে ভর্তি করি।

এরপর ডাক্তার বিভিন্ন পরীক্ষা দিয়েছে। জ্বর কমার ঔষধ খাওয়ানোর পর মেয়েটির ডান গাল ফুলে গেছে। ডাক্তার বলেছে, দাঁতে সংক্রমন হয়েছে।  ভুক্তোভোগীর মা আরো বলেন, তার শ্বশুর নিয়মিত মদ পান করে। মদ পানের পর এলাকার প্রতিবেশীদের সাথে ঝগড়ায় জড়ায়।  এ ঘটনায় আমি শ্বাশুর বিচার চাই। কিন্তু আমার স্বামী তার বাবার বিরুদ্ধে মামলা করতে চায় না।

রাঙামাটি জেনারেল হাসপাতালের নারী শিশু নির্যাতন প্রতিরোধ সেলের প্রোগ্রাম অফিসার মো এমদাদ উল্লাহ বলেন এ ঘটনাটি পুলিশ অবহিত হয়েছে। এ ঘটনায় পুলিশি মামলা হবে। মামলার জন্য হাসপাতালে ভিক্টিমের প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাদীর সম্মতি পেলে মামলা দায়ের হবে। যে হিসেবে আমরা কার্যক্রম গুছিয়ে নিচ্ছি।

রাঙামাটি কোতয়ালী থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, বিষয়টি পুলিশ অবহিত। এ ঘটনায় মামলা হবে। অভিযুক্তকে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments