রাঙামাটির বাঘাইছড়িতে বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীপালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে উপজেলা তাঁতী দলের সভাপতি রনল বিকাশ চাকমা, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর,উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সবুজ, পৌর তাঁতীদলের সভাপতি মোঃ খিজির আহমদ,পৌর তাঁতীদলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সবুজ,পৌর তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল সহ উপজেলা ও পৌর তাঁতীদলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিকালে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং তাঁতীদলের নেতাকর্মীরা চৌমুহনী শাপলা চত্বর হতে বর্ণাঢ্য র্যালী বের করেন।